বাগাটি কলেজের মডার্ন টয়লেট, কাঁটাপুকুর "এস, সাহেব মেমোরিয়াল " হিন্দি হাই স্কুলে সিসিটিভি ইন্টার স্পিকার সিস্টেমের উদবোধন
8/17/2022 03:58:00 PM
0
নিজস্ব প্রতিনিধিঃ হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত দু'নম্বর পঞ্চায়েতের বাগাটি কলেজের মডার্ন টয়লেট, কাঁটাপুকুর "এস, সাহেব মেমোরিয়াল " হিন্দি হাই স্কুলে সিসিটিভি ইন্টার স্পিকার সিস্টেম এর শুভ উদ্বোধন করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। চুঁচুড়া রবীন্দ্রভবনে মাইনরিটি কমিশন দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত মহাশয়, সাংসদ মমতাজ সংঘমিত্রা, হুগলির জেলাশাসক ডক্টর পি দীপপ্রিয়্, হুগলি গ্রামীন পুলিশ সুপার আমান দীপ, ডিসি হেডকোয়ার্টার নিধীরানী ঝাঁ, বিধায়ক অসিত মজুমদার, সভাধিপতি আলহাজ্ব মেহবুবুর রহমান, সহ অন্যান্য নেতৃত্ব গন |