ঝাড়খন্ড অবৈধ খনন মামলা: আজ সকালে ইডির হাতে গ্রেপ্তার বহুচর্চিত প্রেম প্রকাশ, উদ্ধার একে-৪৭

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ঝাড়খণ্ডে অবৈধ খনন সংক্রান্ত একটি মামলায়, আজ সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) প্রেম প্রকাশকে গ্রেপ্তার করেছে। বেশ কয়েক মাস তদন্ত চলার পর ২৪ অগাস্ট ঝাড়খণ্ড, বিহার, তামিলনাড়ু, দিল্লির প্রায় ১৭টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় । ২৪ অগস্ট ইডি-র তদন্তকারী দল যখন প্রেম প্রকাশের রাঁচির বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছিল। হঠাৎই একটি আলমারিতে দু'টি একে-৪৭ অস্ত্র ও তার প্রচুর গুলি দেখে ইডি আধিকারিকরা নিজেরাই বেশ অবাক হয়ে যান ৷ এরপর বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয় ৷ যদিও পরে ঝাড়খণ্ড পুলিশের পক্ষ থেকে বলা হয় যে, অস্ত্রগুলি ঝাড়খণ্ড পুলিশের দুই কর্মীর, সেখানে রাখা হয়েছিল। এরপর আজ ভোরে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। উল্লেখ্য, ঝাড়খণ্ডের রাজনীতি থেকে আমলাতন্ত্র পর্যন্ত অত্যন্ত জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত প্রেম প্রকাশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার রাজনৈতিক সংযোগ এবং আমলাতান্ত্রিক সংযোগের অপব্যবহার করে গত কয়েক বছর ধরে অবৈধ খনন এবং অন্যান্য জালিয়াতি চালিয়ে অর্থ পাচারের সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই, এই মামলায় পঙ্কজ মিশ্র-সহ আরও অনেক অভিযুক্তের সঙ্গে এর নাম জড়িয়েছে বলে জানা গিয়েছে। তবে, এই মামলাকে যতটা সহজ মনে হচ্ছে, ততটা সহজ মনে করছেন না ইডি কর্তারা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad