মারা গেল ইনানী সৈকতে ভেসে আসা আহত ডলফিনটি
By -
8/24/2022 12:17:00 PM
0
বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র্র সৈকতে জীবিত ভেসে আসা ডলফিনটি অবশেষে মারা গে্ল। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ইনানীর পাটুয়ারটেকের অদূরে সমুদ্র সৈকতে ভেসে আসে ডলফিনটি। ডলফিনের শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। কক্সবাজার বন বিভাগের দক্ষিণ বিভাগীয় কর্মকর্তা সারওয়ার আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছোয়াংখালী বিট কর্মকর্তাকে দ্রুত পাঠানো হয়। এছাড়া বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রয়োজনীয় চিকিৎসা করে সুস্থ হলে ডলফিনটি সাগরে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত ছিল।
কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, দুপুরের দিকে ইনানী পাটুয়ারটেকের সমুদ্র সৈকতে একটি ডলফিন দেখতে পান স্থানীয় জেলেরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দায়িত্বরত বিচ কর্মীদের পাঠানো হয়। পরে বিচ কর্মীরা ডলফিনটি জীবিত দেখতে পেয়ে সাগরে ছেড়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু ডলফিনটি আবার তীরে ফিরে আসে।
তবে ডলফিনের পেট ও শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন আছে। যার কারণে ডলফিনটি দুর্বল হয়ে পড়েছে। পরে বিচ কর্মীদের হেফাজতে রেখে চিকিৎসা দেয়া হয়। হেফাজতে রাখার এক ঘণ্টা পর ডলফিনটি মারা যায়। বিচ কর্মী মাহবুব আলম বলেন, অসুস্থ ডলফিনটি সৈকতে ভেসে এলে আমাদের একটি টিম ঘটনাস্থল থেকে উদ্ধার করে আনে। চিকিৎসা দেয়ার ঘণ্টাখানেক পর ডলফিনটি মারা যায়।
Tags:


