সুন্দরবনে রোমিও-পিলপিল দম্পত্তির ঘরে নতুন অতিথি

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা ঃ সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বিলুপ্ত প্রায় লবণপানি প্রজাতির কুমির রমিও-পিলপিলের দেয়া ডিম থেকে ৩৮টি বাচ্চা জন্ম নিয়েছে। সোমবার (২২ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে ডিমের খোলস থেকে জন্ম নেয় এ বাচ্চাগুলো। সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, গত ১ জুন প্রজনন কেন্দ্রের পুকুরপাড়ে ৩৮টি ডিম দেয় কুমির পিলপিল। এরপর ডিমগুলো পুকুরপাড়ের কুমিরের ডিম পাড়ার বাসা থেকে তা সংগ্রহ করে ইনকিউবেটরে তাপে রাখা হয়। তাতে থাকার দীর্ঘ ৮৩ দিনের সযত্ন পর্যবেক্ষণের পর সোমবার বিকেলে সেই ৩৮টি ডিম থেকেই ৩৮টি বাচ্চা ফুটে বের হয়েছে। এ বাচ্চাগুলো প্রজনন কেন্দ্রের নির্দিষ্ট প্যানে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর এবার কুমিরের ডিম থেকে শতভাগ বাচ্চা ফুটল। পূর্বের ছোট-বড় ৯১টি আর সোমবারের নতুন ৩৮টি বাচ্চা নিয়ে এ প্রজনন কেন্দ্রে মোট কুমিরের সংখ্যা ১২৯টিতে দাঁড়িয়েছে বলে জানান বন কর্মকর্তা মো. আজাদ কবির।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad