বঙ্গোপসাগরে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় পর পর ট্রলার ডুবি, উদ্ধার ১৩ জন

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ নিখোজ মৎস্যজীবীদের ১৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, বঙ্গোপসাগরে কেঁদো দ্বীপের কাছে এম ভি সত্য নারায়ণ নামে ডুবে যাওয়া একটি মাছ ধরার ট্রলারকে খুঁজতে গিয়ে এফবি শঙ্খধ্বনি নামে আরও একটি ট্রলার ডুবে গেল। সেই ট্রলারেও ১৮ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা যাচ্ছে। এফবি শঙ্খধ্বনি নামে ট্রলারটি ডুবে যাওয়া এফবি সত্যনারায়ণ ট্রলারটির খোঁজে যাচ্ছিল। শুক্রবার কাকদ্বীপ থেকে রওনা দেয় এফবি শঙ্খধ্বনি নামে ট্রলারটি। কিন্তু সমুদ্রে প্রবল ঝড়ের মধ্যে পড়ে শঙ্খধ্বনি উপকূলে ফিরে আসার চেষ্টা করে। সমুদ্রের প্রবল ঢেউ এবং উন্মত্ত হাওয়ার জেরে ভারসাম্য হারিয়ে সমুদ্রে শঙ্খধ্বনি ট্রলারটি ডুবে যায়। ঘটনার কথা জানার পর, উপকূলরক্ষী বাহিনী নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে সন্ধান শুরু করেছে। কিন্তু উদ্ধার কাজের সময় সমুদ্র উত্তাল হয়ে ওঠায় উদ্ধারের কাজ ব্যাহত হয়। এম ভি সত্য নারায়ণ নামে ডুবে যাওয়া ট্রলারটিতে ১৮ জন মৎস্যজীবী ছিলেন। এদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা, পাথরপ্রতিমা, সাগর ও কাকদ্বীপ এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় উপকূলরক্ষী বাহিনী উদ্ধারকার্য শুরু করে দিয়েছে। তবে আদৌ কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। গভীর নিম্নচাপের জেরে আলিপুর আবহাওয়া দফতর এক সতর্কবার্তা ঘোষণা করেছিল। যারা সমুদ্রে ধরতে যান, তাদের রবিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারিকরা হয়। সতর্কবার্তা মেনে যে সমস্ত ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল, বৃহস্পতিবার রাতের মধ্যেই সেই সমস্ত ট্রলার ফিরে আসে। কিন্তু এম ভি সত্য নারায়ণ নামে ওই ট্রলারটি দেরিতে বার্তা পাওয়ায় ফিরতেও দেরি করে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad