প্রতীকি ছবি
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ 'ছেলে ও মেয়েদের স্কুলের ক্লাসরুমে একসাথে বসতে দেওয়া "বিপজ্জনক"- এই কথাগুলি বলে বিতর্ক সৃষ্টি করেছেন কেরালা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) সাধারণ সম্পাদক ইন-চার্জ পিএমএ সালাম। তিনি দাবি করেছেন যে রাজ্যে লিঙ্গ-নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চালু করার জন্যই এটা হয়েছে। কেরালা সরকারের লিঙ্গ-নিরপেক্ষ নীতির সমালোচনা করে তিনি বলেছেন, ছেলে-মেয়েদের একসঙ্গে ক্লাসরুমে বসার কী দরকার? কেন আপনি তাদের বাধ্য করছেন বা এই ধরনের সুযোগ তৈরি করে দিচ্ছেন? এটি কেবল সমস্যা সৃষ্টি করবে। শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিচ্যুত হবে।
লিঙ্গ নিরপেক্ষতা কোনো ধর্মীয় বিষয় নয়, এটি একটি নৈতিক বিষয়। সরকার শিক্ষার্থীদের উপর লিঙ্গ-নিরপেক্ষ ইউনিফর্ম জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। লিঙ্গ নিরপেক্ষতা শিক্ষার্থীদের বিভ্রান্ত করবে। আমরা সরকারকে এটা প্রত্যাহারের জন্য অনুরোধ করব। সালাম বলেন। এর আগে, মুসলিম সংগঠনগুলি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে 'লিঙ্গ-নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার' পদক্ষেপ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছিল। বাম নেতৃত্বাধীন সরকার শিক্ষা প্রতিষ্ঠানে উদারনৈতিক মতাদর্শ বাস্তবায়নের চেষ্টা করছে বলে অভিযোগ করেছিল তারা।