প্রতীকি চিত্র
নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় সেররকম বরো কোন বদল চোখে না পড়লেও বিকালের পর দক্ষিণবঙ্গে শুরু হয়েছে, একটানা ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও দূর্যোগপূর্ণ হয়ে উঠবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ। তবে, এখনো পর্যন্ত ভারী বৃষ্টির পুর্বাভাষ নেই। কলকাতায় মাঝারি বৃষ্টিপাত হলেও, বেশি বৃষ্টিপাতের খবর আসছে উপকূলবর্তি জেলাগুলি থেকে। শুধু উপকূলবর্তী জেলা নয়, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই, নিম্নচাপ দীঘার কাছাকাছি। ঘন্টায় ১৪ কিমি বেগে এগোচ্ছে। ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে পূর্ব-মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলির বহু নিচু এলাকা। বহু জায়গায় জল ঢুকে যাওয়ার খবর আসছে। দুর্যোগ মোকাবিলার জন্য নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। যোগাযোগের নম্বর ২২১৪৩৫২৬