লক্ষ্য পঞ্চায়েত নির্বাচনঃ অনৈতিক অভিযোগ থাকলে কেউ ছাড় পাবেন নাঃ তৃণমূল শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধিঃ পার্থ চ্যাটার্জীর গ্রেপ্তারের পর রাজ্য মন্ত্রীসভায় রদবদল এবং জেলা সংগঠনে পরিবর্তন করে রাজ্য তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছে, দল এবার পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে দলের স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। জানা গেছে, এবার আর চোখ-কান বুঝে জেলা নেতৃত্বের হাতে সব ছেড়ে দেওয়া হবে না। বুথ স্তর থেকে জেলাস্তর পর্যন্ত নজর রাখবে দলের শীর্ষ নেতৃত্ব। প্রতি ১৫ দিন অন্তর জেলা নেতৃত্বকে পাঠাতে হবে রিপোর্ট। করতে হবে বৈঠক। যেতে হবে বাড়ি বাড়ি। খোজ নিতে হবে মানুষের। উল্লেখ্য, ১ জুলাই শহিদ দিবসে এ ভাবেই নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। প্রকাশ্য সমাবেশে বলেছিলেন, রিক্সা, সাইকেলে কিংবা পায়ে হেটে বাড়ি বাড়ি যান। তিনি এও বলেছিলেন, কারো জল বয়ে বা চাটুকারী করে পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়া যাবে না। অভিষেক সেই বিষয়টাকেই মাথায় রেখেই দলএর ভাবমূর্তি ফেরাতে বদ্ধপরিকর। প্রকাশ্যে দল স্বীকার করুক বা না করুক, পার্থ-পরেশ নিয়ে দল যে যথেষ্ট বেকায়দায় আছে, এটা অনেক নেতাই এই প্রতিবেদককে জানিয়েছেন। কাজেই সেই জায়গা থেকে দলকে তুলে এনে, মানুষের বিশ্বাস ফিরিয়ে এনে, পঞ্চায়েত নির্বাচনের জন্য চাঙ্গা করে তোলা দলের কাছে একটা চ্যালেঞ্জ। কেননা, দলের শীর্ষ নেতৃত্বের কাছে খবর গেছে, অনেক জেলা নেতা সাধরণ মানুষের চোখে কেন কতোখানি নীচে নেমে গেছেন। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা ধরে ধরে শুরু করে দিয়েছেন সাংগঠনিক বৈঠক। জানা গিয়েছে, সুপারিশ পত্র দেখে দল কাউকে গুরুত্ব দেবে না। কারও নামে ‘অনৈতিকতা’র অভিযোগ থাকলেও ছেঁটে ফেলা হবে তাঁকে। জনগণের আস্থা যার ওপর, তাঁকেই গুরুত্ব দেবে দল। তাঁকেই করা হবে প্রার্থী।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad