লাদাখে ইতালীয় পর্বতারোহীকে উদ্ধারে অভিযান শুরু করল ভারতীয় বিমান-বাহিনী

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ লাদাখের কুন মাউন্টেন-এ আটকে পড়া ইতালীয় পর্বতারোহী ফেদেরিকো নিকোলিকে উদ্ধার করার জন্য ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) অভিযান শুরু করেছে। ইতালীয় দূতাবাস গতকাল সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে ইতালীয় নাগরিককে উদ্ধার করার জন্য অনুরোধ করেছিল। ইতালীয় দূতাবাস জানিয়েছিল, নিকোলিকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করা দরকার। জানা গেছে, ইতালীয় নাগরিক ফেদেরিকো নিকোলিক মাউন্ট কুন-এ ইন্দো ইতালীয় অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। মাউন্ট কুন নুন কুন পর্বত মাসিফের অংশ, যা জম্মু ও কাশ্মীর ও লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সীমান্তে অবস্থিত। ৭,০৭৭ মিটার উচ্চতার মাউন্ট কুনের চূড়াটি এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। বিমান বাহিনী পর্বতারোহীকে উদ্ধার করার জন্য এখনও পর্যন্ত ২ টি প্রচেষ্টা চালিয়েছিল। তবে, এবারের অপারেশনটি অনিশ্চিত এবং এলাকাটি অবস্থার কারণে নানা ঝুঁকিতে পরিপূর্ণ। অবশ্য, এর আগেও বিদেশী নাগরিকদের উদ্ধার অভিযানের জন্য বিমান বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। জুন মাসে, এয়ার ফোর্স স্টেশন লেহ-তে অবস্থিত হেলিকপ্টার ইউনিটের ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা জানস্কার উপত্যকার হাংকার নামে একটি প্রত্যন্ত উচ্চ-উচ্চতার গ্রাম থেকে পিনিনা কুপারম্যান নামে এক ইসরায়েলি নাগরিককে সরিয়ে নিয়ে যায়। পিনিনার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল এবং সে কারণেই তাকে উদ্ধার করতে হয়েছিল। প্রবল বাতাস এবং প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও এই অভিযান চালানো হয়। ইসরায়েলি নাগরিককে ভারতীয় বাহিনী সফলভাবে উদ্ধার করে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad