এয়ার-পোর্টে ল্যান্ডিং করার আগে যাত্রীবাহী বিমানের পাইলটরা ঘুমিয়ে পড়লেন

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ এয়ার-পোর্টে ল্যান্ডিং করার আগে যাত্রীবাহী বিমানের পাইলটরা ঘুমিয়ে পড়লেন। বিমানটি তখন ৩৭০০০ ফুট উচুতে। ইথিওপিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ইটি ৩৪৩ এ এই অস্বাভাবিক ও ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ইথিওপিয়া এয়ারলাইন্সের এই বিমানটি গত সোমবার খার্তুম থেকে আদ্দিস আবাবার দিকে যাচ্ছিল, তখনই এই ভয়াবহ ঘটনা সামনে আসে। বোয়িং ৭৩৭-এর আদ্দিস আবাবা বোলে বিমানবন্দরে অবতরণ শুরু করার কথা ছিল, কিন্তু ফ্লাইট রাডার ডেটা দেখায় যে বিমানটি এয়ার-পোর্টকে অতিক্রম করেছে। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ওই বিমানের পাইলটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। অবশেষে, বিমানের অটোপাইলটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে, অ্যালার্ম বাজার শব্দে তারা জেগে ওঠে। এভিয়েশন অ্যানালিস্ট অ্যালেক্স মাচেরাস এক টুইট বার্তায় বলেন, 'আফ্রিকার সবচেয়ে বড় বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ যখন আদ্দিস আবাবায় পৌঁছায়, তখনও তা ৩৭,০০০ ফুট উচ্চতায় ছিল। কেন এটি অবতরণ করতে শুরু করেনি? দুই পাইলটই ঘুমিয়ে ছিলেন। তিনি বলেন, এই পাইলটরা 'পাইলট ক্লান্তি'তে ভুগছেন, যাকে তিনি 'নতুন কিছু' বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'আশা করি, উভয় পাইলটকে বরখাস্ত করা হয়েছে এবং বিমান কর্তৃপক্ষ এই বিমান সংস্থার ক্রু ডিউটি শিডিউল ইত্যাদি নিয়ে তদন্ত শুরু করবে। ঈশ্বরকে ধন্যবাদ যে খারাপ কিছু ঘটেনি,' একজন লিখেছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad