বঙ্গোপসাগরে কেঁদো দ্বীপের কাছে ট্রলার ডুবিতে নিখোঁজ ১৮ জন মৎসজীবি
8/19/2022 12:41:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে কেঁদো দ্বীপের কাছে এম ভি সত্য নারায়ণ নামে একটি মাছ ধরার ট্রলার চড়ায় ধাক্কা লেগে ডুবে যায় বলে জানা গেছে। দুর্ঘটনার জেরে নিখোঁজ হয়েছেন ট্রলারে থাকা ১৮জন মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা, পাথরপ্রতিমা, সাগর ও কাকদ্বীপ এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় উপকূলরক্ষী বাহিনী উদ্ধারকার্য শুরু করে দিয়েছে। তবে আদৌ কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
গভীর নিম্নচাপের জেরে আলিপুর আবহাওয়া দফতর এক সতর্কবার্তা ঘোষণা করেছিল। যারা সমুদ্রে ধরতে যান, তাদের রবিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারিকরা হয়। সতর্কবার্তা মেনে যে সমস্ত ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল, বৃহস্পতিবার রাতের মধ্যেই সেই সমস্ত ট্রলার ফিরে আসে। কিন্তু এম ভি সত্য নারায়ণ নামে ওই ট্রলারটি দেরিতে বার্তা পাওয়ায় ফিরতেও দেরি করে। আজ সকালে একটি চড়ায় ধাক্কা লেগে ডুবে যায়।