হুগলিঃ ভান্ডারহাটির কাছে সকাল ১১ টায় তারকেশ্বরে আগত তীর্থযাত্রীদের অটোর সঙ্গে গাড়ির ধাক্কা
By -
8/15/2022 12:09:00 PM
0
নিজস্ব প্রতিনিধিঃ আজ সকাল ১১ টা নাগাদ ধনিয়াখালি থানার দুর্গাপ্রসাদের কাছে একটি তীর্থযাত্রী বোঝাই অটোর সঙ্গে একটা গাড়ির সংঘর্ষ হয়। অটোটি উলটে পাশের খাদে পড়ে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন যাত্রীরা। জানা গেছে, আজ সোমবার উপলক্ষে জল নিয়ে অটো করে তারকেশ্বর শিব-মন্দিরে জল ঢালতে আসছিলেন জনা চারেক ভক্ত। ভান্ডারহাটি দুর্গাপ্রসাদ গ্রামের কাছে ইন্দ্রানী দেবী বি এড কলেজের কাছে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির ধাক্কায় অটো উলটে যায়। পরে স্থানীয় গ্রামবাসীরা এসে যাত্রীদের উদ্ধার করে। পুলিশ এসে বিষয়টির তদন্ত শুরু করেছে।


