১৯৪৭ সালের এই দিনটি
দীর্ঘদিনের প্রথা মেনে আজ দেশের প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তবে, স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে প্রথমবারের মতো তাকে আদিবাসী কামান স্যালুট দেওয়া হয়। তার দীর্ঘ ভাষণের উল্লেখযোগ্য কিছু অংশ এখানে দেওয়া হলো।
কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে একজোট হওয়ার জন্য দেশের নাগরিকদের প্রশংসা করে তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষকে ২০০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেওয়ার রেকর্ড গড়েছে ভারত, যা অন্য কোনও দেশের পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, 'কোভিড-১৯ হলো অভিন্ন সচেতনতার আরেকটি উদাহরণ, যার জন্য আমাদের নাগরিকরা একত্রিত হয়েছে।
ধীরে ধীরে বদলে যাচ্ছে বিশ্বের জলবায়ু। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব আজ পরিবেশের সমস্যার মুখোমুখি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের পথ আমাদের আছে। এর জন্য, আমাদের পূর্বপুরুষরা আমাদের যে উত্তরাধিকার দিয়েছেন তা আমাদের কাছে রয়েছে। '
দেশের নানাপ্রান্ত থেকে প্রতিন উঠে আসছে মহিলাদের উপর নির্যাতনের নানা ভয়ঙ্কর ছবি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, এটা গুরুত্বপূর্ণ যে কথা বলা ও আচরণে আমরা এমন কিছু না করি যা নারীদের সম্মানকে হ্রাস করে। তিনি বলেন, আমাদের আচরণ ঠিকঠাক হচ্ছে না এবং আমরা মাঝে মাঝে নারীদের অপমান করি। আমরা কি আমাদের আচরণ এবং মূল্যবোধের জন্য এটি থেকে পরিত্রাণ পেতে সংকল্প করতে পারি না? '

