যে জয় শাহ জাতীয় পতাকার অপমান করে, তার বাবার স্বরাষ্ট্রমন্ত্রী থাকার অধিকার কী আছে? অভিষেক

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ দলনেত্রী কী বার্তা দেবেন, নতুন তৃণমূল নিয়ে অভিষেক কিছু বলবেন কিনা, দলের ছাত্র সংগঠনের কাছে কী নতুন বার্তা আসতে চলেছে, তা নিয়ে আগ্রহ ছিল দলের ছাত্র সংগঠনের মধ্যে। ২০১৯ এর পর এবার প্রথম প্রকাশ্য সমাবেশ হচ্ছে তৃণমূলের ছাত্র সংগঠনের ২৪ তম প্রতিষ্ঠা দিবস। “মমতা পর্যন্ত পৌছানো অনেক দূরের কথা, তার আগে ছাত্র সংগঠনকে মোকাবিলা করুক।“ এভাবেই বক্তব্য শুরু করলেন সর্ব ভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। আজকে তার মূল সুর বাধা ছিল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। আর সেভাবেই তিনি শানিত, বাছা বাছা শব্দে তাদের আক্রমণ করলেন অভিষেক। তার বক্তব্যে উঠে আসে তৃণমূলকে ঘিরে মানুষের ক্ষোভের জবাব। তিনি তার বক্তব্যে তুলে ধরেন বি এস এফ এর ধর্ষণ প্রসঙ্গ। যে বিষয়গুলি নিয়ে এই মুহুর্তে দল কিছুটা বিব্রত, সেই কয়লা কেলেঙ্কারী ও গরু পাচার মামলা উঠে আসে তার বক্তব্যে। তিনি বলেন, দেশের সীমা দেখার দায়িত্ব যাদের সেই বি এস এফ যদি গরু পাচারে যুক্ত থাকে, তাহলে কি এই টাকা দিল্লি পর্যন্ত যাচ্ছে?
তিনি বলেন, “আমি অন্য ধাতুতে তৈরি, তৃণমূল শুধুমাত্র মানুষের কাছে মাথা নত করবে, দিল্লির জল্লাদদের কাছে নয়।“ তিনি বিজেপির শুভেন্দু অধিকারীকে ‘গদ্দার’ ও দিলীপ ঘোষকে ‘গুন্ডা’ বলে অভিহিত করেন। একইসঙ্গে, তিনি বলেন ওদের ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করুক। তিনি বলেন, আজকের সমাবেশ দেখে আবার হয়তো ইডি, সিবিআই নড়েচড়ে বসবে। এদিনের সমাবেশে, তিনি মিডিয়াকেও এক হাত নেন। মিডিয়ার উদ্দেশ্যে বলেন, যখন, বিএসএফ ধর্ষণ করে বা জয় শাহ যখন জাতীয় পতাকা নিতে অস্বীকার করে মিডিয়া তখন কটা প্যানেল ডিস্কাসান করেছে?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad