বিচার ব্যবস্থা, মিডিয়াকে প্রভাবিত করা হচ্ছে, বিজেপি বিদেশে টাকা পাচার করছেঃ মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এদিন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী ছাত্রদের উদ্দেশ্যে বলেন, “যারা কুৎসা রটিয়ে বেড়ান, চক্রান্ত করে বেড়ান, তাদের বলি আপনাদের একটা রাজ্যের তুলনা হয়ে যাক।“ এরপর তিনি বিগত বছরগুলিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কী কী উন্নতি হয়েছে, তার তালিকা তুলে ধরেন। এদিন তিনি বলেন, যে শিক্ষা নিয়ে যারা অপপ্রচার চলছে, সেই রাজ্যেই কতো ছেলে-মেয়েকে শিক্ষতকতায় চাকরি দেওয়া হয়েছে, দেখে যাক তারা। এদিন তিনি মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মিডিয়া এখন বিজেপির কথামতো চলছে, মিডিয়া ট্রায়াল চালাচ্ছে। তার কথায় মিডিয়া, রাজনৈতিক দল, জুডিসিয়ারীকে পর্যন্ত পদানত করে ফেলা হচ্ছে ভয় দেখিয়ে। তিনি বিজেপি ও সিপিএমকে উদ্দেশ্য করে বলেন, আমরা চাকরি দিয়েছি লক্ষাধিক, কিন্তু কটা কমপ্লেন গেছে? আর ওদের কারা চাকরি পেয়েছে? ফাইল কোথায়? এদিন মমতা ব্যানার্জী বলেন, ১০০ দিনের কাজে টাকা দিতে বাধ্য, কিন্তু ওরা রাজ্যের সব প্রকল্পেই টাকা বন্ধ করে দিচ্ছে আর ইডি, সিবিআই দিয়ে টাকা লুঠ করাচ্ছে। আমরাও লিস্ট করে রাখছি, কারা বদনাম করছে। পার্থ যদি চোর হয়, তার বিচার হবে। ওরা তো সবাইকেই চোর বলে দিচ্ছে। যারা মিথ্যা অভিযোগ করে তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল ছাত্র পরিষদের উদ্দেশ্যে প্রায় কিছুই বললেন না অভিষেক। এদিনের সভায় সুর বাঁধা ছিল কেন্দ্রের বিরুদ্ধে। কয়লা, গরু পাচার বা বাগদার ধর্ষণের প্রসঙ্গ উঠে এসেছে। এসেছে অমিত শাহের ছেলে জয় শাহের প্রসঙ্গ। এর আগে যেভাবে ২১ জুলাই এর মঞ্চ থেকে তাকে দলের উদ্দেশ্যে সুর চড়াতে দেখা গিয়েছিল, আজ তিনি সেই দিকে হাঁটলেন না। তার ভাষণের সবটাই প্রায় ব্যয় করলেন বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতাদের বিরুদ্ধে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad