রাজ্যে নতুন মোবাইল গেম, হেরে গিয়ে ২০০ ঘা জুতোর বাড়ি খেয়ে নাবালক ভর্তি হাসপাতালে
6:36:00 AM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ এই নতুন মোবাই গেমের একটাই শর্ত- যে হারবে, তাকে খেতে হবে ২০০ ঘা জুতোর বাড়ি। আর সেই গেমে হেরে গিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর গ্রামের এক নাবালক এখন হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, পটাশপুর গ্রামের কয়েকজন নাবালক ছেলে গতকাল তাদের বাসস্থান থেকে দূরে একটি ফাঁকা জায়গায় মোবাইলে গেম খেলছিল। ২০০ বারের বেশি জুতো দিয়ে পেটানোর শর্ত দিয়ে মোবাইল গেম খেলতে শুরু করে তারা।
ওই সূত্রটির দাবি, খেলায় হেরে যাওয়ার জন্য এক নাবালককে একাধিক জুতো দিয়ে ২০০ বারেরও বেশি মারধর করা হয়। বাড়ি ফেরার পর ওই নাবালকের নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। প্রথমে আহত ছেলেটিকে এগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
মোবাইল গেমটি তার অভিভাবকের নজরে এলে আহতের পরিবারের লোকজন স্থানীয় থানায় গেলে অভিযুক্ত নাবালকদের জিজ্ঞাসাবাদের জন্য পটাশপুর থানায় নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।