"আগামী পঞ্চায়েত নির্বাচনে একটা পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি, এমনকি একটা দেওয়ালও বিজেপি পাবে না : : তপন দাশগুপ্ত
By -
8/13/2022 08:03:00 PM
0
নিজস্ব প্রতিনিধি, হুগলিঃ "বিজেপিকে আমাদের চ্যালেঞ্জ, আগামী পঞ্চায়েত নির্বাচনে একটা পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি বা একটা দেওয়ালও বিজেপি পাবে না।" আজ ঘড়ির মোড়ে আজ বিজেপির উদ্দেশ্যে খোলা ছ্যালেঞ্জ ছুড়ে দিলেন জনপ্রিয় তৃণমূল নেতা তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র, কুৎসা মূলক রাজনীতির বিরুদ্ধে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ চুঁচুড়ার ঐতিহাসিক ঘড়ি মোড়ে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, "রাজ্যের যেখানে অন্যায় দেখবেন, সেখানেই লড়াই করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। যারা একসময় মা-বোনেদের উপর অত্যাচার করেছে, তারা এখন গেরুয়া হয়েছে। সিপিএম, কংগ্রেস ও বিজেপি একসঙ্গে হয়ে গুড়বাতাসা খাওয়াচ্ছে। মনে রাখবেন, পঞ্চায়েত নির্বাচনের আগে ওদের এক ইঞ্চি মাটি ছাড়বেন না।"
এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি আলহাজ্ব মেহবুব রহমান, আই,এন,টি,টি, ইউ,সি,সভাপতি মনোজ চক্রবর্তী, জেলা পরিষদের উপাধ্যক্ষ নিশেষ ঘোষ, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী দেবরাজ পাল, সহ সকল শাখা সংগঠনের সভাপতি, সর্বোপরি তৃণমূল কংগ্রেস পরিবারের কর্মীবৃন্দ |




