হর ঘর তেরঙ্গা যাত্রায় গরুর অনুপ্রবেশ, গুঁতোয় হাত-পায়ে আঘাত গুজরাতের প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রীর
By -
8/13/2022 07:37:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গুজরাতের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল জেলার কাদি শহরে তিরঙ্গা যাত্রায় যোগ দিতে গিয়ে গরুর হামলায় আহত হয়েছেন। রাজ্যের মেহসানা জেলায় তেরঙ্গা যাত্রা করার সময় এই ঘটনা ঘটে।
গরুটি নিতিন প্যাটেলের ঠিক আগে এক ব্যক্তিকে আহত করে এগিয়ে যায়। এরপর তার পিছনে দাঁড়িয়ে থাকা প্যাটেলকে াঘাত করে। গরুর ধাক্কায় নিতিন প্যাটেল মাটিতে লুটিয়ে পড়েন, হাতে তেরঙ্গা ধরেই। এই তিরঙ্গা যাত্রায় প্রায় ২,০০০ জন অংশগ্রহণ করেছিলেন। তারা যখন একটা সবজি বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন একটি গরু দৌড়ে এসে সকলকে গুতোতে থাকে। আহত নিতিন প্যাটেলকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার পায়ে এক্স-রে করা হয়। এক্স-রেতে দেখা যায়, তার বাম পায়ে সামান্য ফ্র্যাকচার হয়েছে।

