২০২৪ এর দিকে লক্ষ্য রেখে তৃণমূল ছাত্র পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ দলনেত্রী কী বার্তা দেবেন, নতুন তৃণমূল নিয়ে অভিষেক কিছু বলবেন কিনা, দলের ছাত্র সংগঠনের কাছে কী নতুন বার্তা আসতে চলেছে, তা নিয়ে এখন তৃণমূলের ছাত্র সংগঠনের অন্দরে চলছে জল্পনা। বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, দূর্নীতি ও ঝামেলা এড়াতে এবার রাজ্যের কলেজগুলিতে ভর্তি হবে সেন্ট্রাল অন-লাইন পদ্ধতিতে। শেষপর্যন্ত তা হয়নি। এখন রাজ্যের কলেজগুলিতে ভর্তি শেষ পর্যায়ে। কোথাও কোথাও ভর্তি শেষ। আর কয়েকদিন পর শুরু হবে ভেরিফিকেশন। প্রত্যেক বছর বেশ কিছু কলেজে তৃণমূল ছাত্র-পরিষদ পরিচালিত ছাত্র-সংসদের বিরুদ্ধে অভিযোগ ওঠে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের চাদা নেওয়ার। এবারে সেই ব্যাপারে রাশ টানা হবে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা। ২৮ অগাস্ট, রবিবার ছিল তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। রবিবার প্রতিষ্ঠা দিবস হওয়া সত্ত্বেও অনুষ্ঠান করা হয়নি। তাই আজ সোমবার  মেয়ো রোডে অনুষ্ঠিত হবে জনসভা। উপস্থিত থাকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক। সভার আগে রবিবারই নেত্রী  টিএমসিপির কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ট্যুইট করেন। তিনি লেখেন,"আমাদের যুব ছাত্র সম্প্রদায়ের সকল সদস্যকে তাঁদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানাই। তৃণমূল পরিবারের প্রতি আপনাদের অক্লান্ত অবদান সবার জন্য খুব খুবই মূল্যবান। তোমরাই আমাদের গর্ব। দেশের লড়াইয়ে কখনও হাল ছাড়বে না।’’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছাবার্তা জানিয়ে ট্যুইটে লেখেন,''গণতন্ত্র রক্ষার জন্য তোমাদের দীর্ঘ ও কঠিন লড়াই সর্বদা প্রশংসিত হবে। ভবিষ্যৎ তোমাদেরই। আরও উজ্জ্বল হয়ে উঠুক।" তবে, রাজ্যের বিভিন্ন প্রান্তের কলেজ-ইউনিভার্সিটির তৃণমূল ছাত্রদের ব্যানারে ও স্লোগানে উঠে আসছে ২৪ এ ২৪ শব্দগুলো। এর ব্যাখ্যা হিসাবে সংগঠনের বক্তব্য দিদিকে ২০২৪ এ ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দেখা। তৃণমূল ছাত্র পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা বর্ষে এটাই তাদের চাওয়া।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad