অনুব্রতহীন বীরভূমে সেপ্টেম্বরে তৃণমূলের বিরাট সভা ও জনযাত্রা

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বীরভূমের দাপুটে নেতা তথা জেলা সংগঠনের মেরুদন্ড বলে পরিচিত অনুব্রত মন্ডল তথা কেষ্ট এখন সিবিআই এর হাতে বন্দী হয়ে জেল-হাজতে। এই অবস্থায় জেলা সংগঠনে যাতে কোনরকম দূর্বলতা না আসে, সেদিকে তাকিয়ে এই জেলায় আরও অক্সিজেন যোগাতে চায় তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। ইতিমধ্যেই, এই জেলার বহু প্রাক্তন তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের নানা দূর্নীতির ব্যাপারে মুখ খুলতে শুরু করে দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন দীর্ঘদিনের প্রায় জন্মলগ্ন থেকে দল করা কর্মী ও নেতারা। এদের কথা প্রভাব যাতে আগামি পঞ্চায়েত নির্বাচনের উপর কোনোরকম প্রভাব ফেলতে না পারে, সেটাও দেখবে দল। অন্যদিকে, অনুব্রতর গ্রেপ্তারের ফলে যে শূন্যস্থান বীরভূমের দলীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে, সেখানে বিরোধী দল যাতে কোনোরকমে ঢুকতে না পারে বা ফয়দা তুলতে না পারে, সেটাও দেখছে দল। সেপ্টেম্বরের ১৩-১৪ তারিখ নাগাদ (তারিখ এখনো ঠিক হয়নি, আপাততঃ যা জানা গেছে) এই বিরাট সমাবেশ যে বীরভূমে একটা জোয়ার আনতে চলেছে, সেব্যাপারে দল নিশ্চিত। জানা গেছে, এই সভার উদ্দেশ্য আছে আরেকটা। বীরভূমের মানুষকে দেখানো অনুব্রত থাক বা না থাক দল চলে নেতৃত্বের উপর। অনুব্রতরা দলের সৈনিক, দল চলে মানুষের ইচ্ছায় নেত্রীকে দেখে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad