‘ফরেস্ট গাম্প’ এর চেয়ে দৈর্ঘে বড়, কিন্তু অভিনয় আর বিক্রিতে কি টম হ্যাঙ্কসকে পিছনে ফেলতে পারবে আমীর?

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ দীর্ঘ সময় নিয়ে তৈরি হওয়া আমীরের এই ছবিটি মুক্তির আগেই বিতর্ক সৃষ্টি করেছে। ছবিটিকে বয়কট করার ডাক দিয়ে সোস্যাল মিডিয়ায় ঝড় তোলা হয়েছে। তার জন্য আমীরকেও পালটা টুইট করতে হয়েছে। তবে, যেটা আলোচনার বিষয়, সেটা হলো টম হ্যাঙ্কস অভিনীত ছবি ‘ফরেস্ট গাম্পের’ কাহিনি নিয়ে এই ছবি ভারতীয় দর্শকদের কতটা মুগ্ধ করতে পারবে? আর একই সঙ্গে আর একটি বিষয় উঠে আসবে তুলনা। টম, না আমীর? স্বভাবতইঃ লাল সিং চাড্ডার ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই মানুষ আসন্ন এই ছবি নিয়ে তাদের মতামত প্রকাশ করে আসছে। অনেকেই বলেছেন, ‘ফরেস্ট গাম্পের’ মতো ৬ টি অস্কারজয়ী ক্লাসিক হলিউড ছবিকে ভারতের মাটি দিয়ে তৈরি করে আমীর একটু বেশি সাহসের পরিচয় দিয়ে ফেলেছেন। শেষপর্যন্ত না তাকে কটুক্তি শুনতে হয়? হ্যাঙ্কসকে টেক্কা দিতে গিয়ে না আমীরকে ধরাশায়ী হতে হয়। অনেকে, আবার আগ্রহী, লাল সিং চাড্ডা নিয়ে।
অবশ্য, আমির খানের লাল সিং চাড্ডা ইতিমধ্যেই টম হ্যাঙ্কসের ফরেস্ট গাম্পের রেকর্ড ভেঙে ফেলেছে। হিন্দি রিমেকটি মূল চলচ্চিত্রের চেয়ে দীর্ঘ। ফরেস্ট গাম্পের রান টাইম প্রায় ২ ঘণ্টা ২২ মিনিট। অন্যদিকে, আমির খানের এই ছবি বেশি সময় ধরে চলে এবং ২ ঘণ্টা ৪৪ মিনিট লম্বা বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে দুটি ছবির কথা মনে পড়ে। একটি টম হ্যাঙ্কস অভিনীত টার্মিনাল ও অন্যটি আমীর খান অভিনীত লগন। লগন ছবিটি অস্কারের দৌড়ে ছিল। দুজন শিল্পীর অভিনয় নিয়ে তুলনা করাটা ঠিক নয়, কিন্তু এটা সাত্যি একটা ছবি যখন রিমেক করা হয়, তখন তুলনা এসেই পড়ে। তাই দর্শকরা সাগ্রহে অপেক্ষা করছে, কে জেতে টম, না আমীর?
ফরেস্ট গাম্প ১৯৯৪ সালের একটি আমেরিকান কমেডি-ড্রামা ছবি। পরিচালনা করেছিলেন রবার্ট জেমেকিস। দ্বারা এটি উইনস্টন গ্রুমের ১৯৮৬ সালের একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত এবং এই ছবিতে টম হ্যাঙ্কস, রবিন রাইট, গ্যারি সিনেজ, মাইকেল্টি উইলিয়ামসন এবং স্যালি ফিল্ড অভিনয় করেছেন। ফরেস্ট গাম্প ৬ ই জুলাই, ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এবং জেমেকিসের পরিচালনা, অভিনয় (বিশেষ করে হ্যাঙ্কস এবং সিনাইজ), ভিসুয়াল, সঙ্গীত এবং চিত্রনাট্যের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করে। চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে। মুক্তির বছরেই ছবিটি বিশ্বব্যাপী ৬৭৮.২ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় কর। এদিকে, লাল সিং চাড্ডার অগ্রিম বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এটি ১১ ই আগস্ট অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকর অভিনীত রাখী বন্ধনের সঙ্গে লড়াই করবে। লাল সিং চাড্ডায় অভিনয় করেছেন আমির খান, কারিনা কাপুর খান এবং নাগা চৈতন্য। এটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন এবং প্রযোজনা করেছেন আমির খান প্রোডাকশনস এবং ভায়াকম ১৮ স্টুডিওস।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad