১২০০০ টাকার কম দামের চীনা স্মার্ট ফোন ভারতে বিক্রি নিষিদ্ধ হতে পারে

ভয়েস ৯, নতুন দিল্লিঃ ১২০০০ টাকার কমে চীনা ফোন ভারতে বিক্রি নিষিদ্ধ হতে পারে বলে জানা গেছে। এটা কি ভারতের দেশিয় শিল্পে অক্সিজেন যোগানো, না কি চীনকে পরোক্ষে ধাক্কা দেওয়া? যদি ভারত সরকার এই পদক্ষেপ নেয়, তাহলে শাওমি এবং রিয়েলমির মতো সংস্থাগুলি, যারা ১২,০০০ টাকা বা তার কম দামের ফোন বিক্রি করে ভারতের প্রায় ৫০ শতাংশ বাজার দখল করেছে, তারা একটা বড় ধাক্কা খাবে। 
দেখা গেছে, ভারতে রিয়েলমি এবং শাওমির মতো চীনা সংস্থাগুলি ধীরে ধীরে দেশের একটা বড় বাজার দখল করে নিয়েছে। আসলে, সমস্ত ধরণের ফিচার আছে, এরকম ফোন কিনতে গেলে অনেক বেশি অর্থ ব্যয় করতে হয়। দেশের সাধারণ স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীদের কাছে বা গ্রামের সাধারণ মানুষের পক্ষে এতো অর্থ ব্যয় করে দামি ফোন কেনা সম্ভব নয়। আর সেই জায়গাটাকেই টার্গেট করে চীন কম দামের বেশি ফিচারবিশিষ্ট ফোন এনেছিল। ভারত ইতিমধ্যে চীনা ফোন নির্মাতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং অপো, ভিভো এবং শাওমির মতো চীনা স্মার্টফোন সংস্থাগুলির উপর কর ফাঁকিদেওয়া বা অন্যন্য অভিযোগে তাদের অফিসে অভিযান চালিয়েছে। 
ভারত সরকার তিনটি চীনা মোবাইল কোম্পানি - অপো, ভিভো ইন্ডিয়া এবং শাওমি্র বিরুদ্ধে কর ফাঁকিদেওয়ার অভিযোগের তদন্ত করছে। ডিআরআই ভিভো মোবাইল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রায় ২,২১৭ কোটি টাকার শুল্ক ফাঁকি খুঁজে পেয়েছে। শুল্ক আইনের আওতায় ২,২১৭ কোটি টাকার শুল্ক চেয়ে ভিভো ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। ২০২০ সালের এপ্রিল থেকে, চীনা সংস্থাগুলির কাছ থেকে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রাপ্ত ৩৮২ টি প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) প্রস্তাবের মধ্যে, ভারত ২৯ শে জুন মাত্র ৮০ টি অনুমোদন করেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad