এবার টমেটো ফ্লুঃ কেরালায় আক্রান্ত ৮০ টি শিশু, কতটা বিপজ্জনক এই রোগ?
5:26:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ একা করোনা, মাঙ্কি পক্স বা ডেঙ্গুতে রেহাই নেই, এবার ভারতে হানা দিল টমেটো ফ্লু। স্বভাবতইঃ একটা আতঙ্ক আবার ধীধীরে গ্রাস করছে দেশবাসীকে। তার কারণ, এখন পর্যন্ত শিশুরাই এই রোগের টার্গেট? জেনে নিন এই রোগ সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য।
গত ১৭ অগস্ট ল্যানসেট জার্নাল একটি প্রবন্ধ প্রকাশ করেছে, যা অনুযায়ী ভারতে নতুন এক রোগ টম্যাটো ফ্লুর আবির্ভাব হয়েছে। এ পর্যন্ত ৮০ জনের বেশি রোগীও এ রোগে আক্রান্ত হয়েছেন।
ভারতের কেরালায় সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা গেছে এই রোগের এবং শিশুরাই প্রথম এর শিকার হয়েছে। কেরালায় ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই রোগ পাওয়া গেছে। এই রোগে শিশুদের জ্বরের সঙ্গে লাল ফুসকুড়ি এবং লাল ফুসকুড়ি দেখা দেয়, যা টমেটোর মতো দেখায়।
বিশিষ্ট চিকিৎসক ডাঃ পবন কুমার একটি টিভি চ্যানেলকে বলেছেন, মাঙ্কিপক্স এই রোগ থেকে খুব আলাদা এবং এটি কম বিপজ্জনকও। সাধারণত ৫ থেকে ৭ দিনের মধ্যে বিশ্রাম নিয়ে জ্বরের ওষুধ খেয়ে এই রোগ সেরে যায়। এটি এক শিশু থেকে অন্য শিশুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে, তবে এটি শিশুদের থেকে প্রাপ্তবয়স্কদের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম। তবে অনেক বিশেষজ্ঞের মতে, এটি কোনও নতুন রোগ নয়, কেবল এটিকে টমেটো ফ্লুর নামে একটি নতুন নাম দেওয়া হয়েছে।