বিদ্যুতে ছাড় ৬০%, ৫০ এর জায়গায় দেওয়া হবে ৬০ হাজারঃ সেপ্টেম্বরের ১ লা থেকেই এবার পুজো, কলকাতা হাঁটবে উৎসবের মেজাজে, হাঁটবে জেলাও
4:58:00 PM
0
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এবারের দুর্গাপুজো যে অন্য বছরের চেয়ে আলাদা হবে, আজ সেটাই বুঝিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি পরিষ্কারভাবে জানালেন, এবারের পুজো শুধু এই রাজ্যের নয়, বিদেশও দেখবে। আর সেটা মনে রেখেই এ বছর একগুচ্ছ পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। বস্তুতঃ, এদিন পুজো নিয়ে তিনি বিজেপিকে খঁোচা দেওয়ার সুজোগও ছাড়েন নি তিনি। “সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই পুজো শুরু, কেননা ওইদিন আমরা ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে জোরাসাকো হয়ে একটা বিরাট মিছিল করব। সারা রাজ্যে ৪৩ হাজার রেজিস্ট্রিকৃত পুজো আছে। এছাড়া, আরো অনেক পুজো আছে। মেয়েরাও তো আনেক পুজো করছে। পুজো কীভাবে হয়, তা দেখতে ২১ তারিখ বিদেশ থেকে একটা বিরাট টিম আসবে। তারা তিন দিন ধরে দেখবে কীভাবে এই রাজ্যে পুজোর প্রস্তুতি নেওয়া হয়।“ আজ পুজো উদ্যোক্তাদের সঙ্গে এক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, কলকাতার মিছিলে ১০ হাজার ছাত্র-ছাত্রী অংশ নেবে। এছাড়া ক্লাবের পক্ষ থেকেও নানা পরিকল্পনা নেওয় হবে। তিনি জানান, ৮ অক্টোবর হবে পুজো কার্নিভাল।
তিনি জানান, মা দুর্গার পদার্পণ এ এবার বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে ৬০% ছাড় দেওয়া হবে।