পাটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনাঃ এডিএম-এর বিরুদ্ধে তদন্ত শুরু
By -
8/22/2022 05:54:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ পাটনায় আন্দোলনরত চাকুরী-প্রার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় উত্তপ্ত রাজনীতিতে জল ঢালার জন্য অবশেষে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এই মামলা নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, যে এডিএম লাঠি চালিয়েছিলেন সেই কে কে সিংয়ের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পটনার জেলাশাসকের সঙ্গে ফোনে কথা হয়েছে বলেও তিনি জানান। তেজস্বী জানান, দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সরকার ছাত্রদের দাবির ব্যাপারে সংবেদনশীল। আর মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও গান্ধী ময়দান থেকে এ বিষয়ে ঘোষণা করেছেন। কাজেই, প্রতিবাদী যুবকদের সংযত থাকার আবেদন জানিয়ে তিনি বলেছেন, আমরা তাঁদের আশ্বস্ত করছি, তাই প্রতিবাদ করার দরকার নেই। তিনি বলেন, পাটনায় শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা সঠিক নয় এবং আমাদের সরকারও তাদের চাকরি দেওয়ার জন্য কাজ করছে।
উল্লেখ্য, তেজস্বী যাদব এবং তাঁর সরকার বিহারের ২০ লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে যুব সমাজকে উপেক্ষা করার প্রশ্নে এনডিএ-র সমর্থনে চলা পূর্বতন নীতীশ সরকারকে নিশানা করে চলেছেন তিনি। কিন্তু বিহারের পরিবর্তিত রাজনৈতিক আবহের পর, তিনি নিজেই এখন উপ-মুখ্যমন্ত্রী এবং তাঁর দল আরজেডি ক্ষমতাসীন জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিজেপিকে পাল্টা আক্রমণ করে তেজস্বী বলেন, তারা দুই বছর ধরে রাজ্যকে ধ্বংস করার জন্য কাজ করেছে এবং তাদের এটি নিয়ে প্রশ্ন করা উচিত নয়।

