‘আজাদি কা অমৃত মহোৎসব’ অনুষ্ঠানের জন্য লাগানো হোর্ডিং থেকে যোগী আদিত্যনাথের ছবি কেটে ফেলার অভিযোগ
By -
8/13/2022 07:20:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ সকালে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ অনুষ্ঠানের জন্য লাগানো পোস্টার এবং হোর্ডিংগুলি থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই সমস্ত হোর্ডিংগুলিতে প্রধানমন্ত্রী, স্বারষ্ট্রমন্ত্রী সহ বহু বিজেপি নেতার ছবি আছে। কেউ বা কারা ফিরদাবাদ এলাকার এই সমস্ত হোর্ডিং থেকে মুখ্যমন্ত্রী যোগীর ছবি পরিষ্কার ভাবে কেটে ফেলেছে। একইসঙ্গে সুহাগ নগর চত্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য নেতাদের ছবিও কাটা হয়েছে। বিজেপির মহানগর সভাপতি রাকেশ শঙ্খওয়ারের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় সমাজবিরোধীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
এদিকে, এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই শহর জুড়ে বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ-প্রশাসনেও আলোড়ন পড়ে যায়। এই হোর্ডিংগুলি সরানোর কাজ শুরু করেছে পুরসভা ৷ এদিকে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
এসএসপি আশিস তিওয়ারি জানিয়েছেন যে উত্তর ও দক্ষিণ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শহরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। জেলাশাসক ফিরোজাবাদ রবি রঞ্জন বলেন, প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। যারা অপরাধমূলক কাজের সাথে জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

