১.৩৩ কোটি মহিলাকে বিনামূল্যে স্মার্টফোন দেবে রাজস্থান সরকার
8/19/2022 11:16:00 PM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ একটি জনকল্যাণ প্রকল্পের আওতায় রাজস্থানের ১.৩৩ কোটি মহিলাকে বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। শুধু ফোন নয়, তিন বছরের ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে বিনামূল্যে। শুক্রবার বিড়লা অডিটোরিয়ামে ডিজিফেস্ট-২০২২-এ গেহলট বলেন, এই স্মার্ট ফোনটি এই মহিলা প্রাপকদের ছেলে-মেয়েদেরও অনলাইন ক্লাস করতে সাহাজ্য করবে। গ্রামের মহিলারা স্মার্টফোনটি পাওয়ার পরে সবচেয়ে বেশি সুবিধা পাবেন।
ডিজিফেস্টে উপস্থিত যুবকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২০২৩-২৪ সালের বার্ষিক বাজেট তরুণ ও শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করা হবে ।