'২৬/১১-র মতো হামলা' চালানো হবে, হোয়াটসঅ্যাপ মেসেজে হুমকি মুম্বই পুলিশকে

নিজস্ব প্রতিনিধি, মুম্বাইঃ মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল বিভাগের হোইয়াটসঅ্যাপ এ আসা এক অজ্ঞাতপরিচয় ব্যাক্তির মেসেজ পেয়ে নড়ে চড়ে বসেছে মুম্বাই পুলিশ। যেহেতু মেসেজটি পাকিস্তানের একটি নম্বর থেকে এসেছে, তাই এটিকে হোক্স মনে করে, নিরাপত্তার দিকগুলো খতিয়ে দেখার কাজ শুরু করেছে মুম্বাই পুলিশ। কেননা, এখনও ২৬/১১ দগদগে স্মৃতি কারোর মন থেকেই মুছে যায়নি। তাই এই হুমকীকে নিছক হুমকী হিসাবে দেখছে না মুম্বাই পুলিস। জানা গেছে, এক ব্যক্তি ট্রাফিক কন্ট্রোলের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ পাঠিয়েছেন, মুম্বইয়ে আর একবার ২৬/১১-র মতো হামলা হবে। পাকিস্তানের একটি নম্বর থেকে এই বার্তা এসেছে, যে কারণে তা আরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মেসেজার লিখেছেন, লোকেশন ট্রেস করলে তিনি যে ভারতের বাইরে তা দেখিয়ে দেবে, কিন্তু বিস্ফোরণ হবে মুম্বইয়ে। এই মেসেজে জানানো হয়েছে, ভারতে ৬ জন এই কাজ করবেন। মুম্বই পুলিশ বর্তমানে এই মামলার তদন্ত করছে। এছাড়া অন্যান্য সংস্থাকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad