ডেমরা ষষ্ঠীতলা বারোয়ারি উন্নয়ন সমিতির নবনির্মিত দূর্গা মন্দিররের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত
8/19/2022 10:05:00 PM
0
আজ বলাগড় বিধানসভার "ডেমরা ষষ্ঠীতলা বারোয়ারি উন্নয়ন সমিতির "নবনির্মিত "দূর্গা মন্দির" টির শুভ উদ্বোধন করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত।
তার সঙ্গে উপস্থিত ছিলেন ধনিয়াখালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র। এছাড়া, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌঁরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জী সহওন্যান্য নেতা-নেত্রীগণ ও এলাকার হাজার কয়েক সাধারণ মানুষ।