জয়পুরে দলিত মহিলা শিক্ষিকাকে পুড়িয়ে হত্যা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ এক বেসরকারী স্কুলে কর্মরত তফসিলি জাতিভুক্ত এক মহিলা শিক্ষককে পুড়িয়ে হত্যা করল কয়েকজন দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে গত ১০ আগস্ট জয়পুর জেলার রায়সার শহরে সকাল সাড়ে ৮টা নাগাদ। অনিতা দেবী রায়গার নামে ওই শিক্ষিকা যখন স্কুলে যাচ্ছিলেন, তখন কয়েকজন ব্যাক্তি তাকে ঘিরে ধরে তার গায়ে দাহ্য তরল পদার্থ ছিটিয়ে দেয়। তারপর আগুন ধরিয়ে দেয়। অনিতার শরীরের ি ৬০ শতাংশেরও বেশি দগ্ধ হয়ে যায়। তাকে প্রথমে জামুয়ারামগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে এসএমএস হাসপাতালে রেফার করা হয়। আজ সকালে সেখানেই তিনি মারা যান। এসপি বলেন, ১২ ই আগস্ট হত্যার চেষ্টার জন্য আইপিসির ৩০৭ ধারায় একটি মামলা দায়ের করা অনিতার ঘনিষ্ঠ আট জন আত্মীয়ের বিরুদ্ধে। হাসপাতালে তার বক্তব্য রেকর্ড করা হয়েছিল। এখন, তার শ্বশুরবাড়ির পরিবারের আট জন অভিযুক্তের (পুরুষ ও মহিলা চারজন করে) বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা এবং অন্যান্য ধারার অধীনে এফআইআর সংশোধন করা হয়েছে। এসপি বলেন,মৃতা তার স্বামীর তাউজি এবং চাচা পরিবারের সদস্যদের ঋণ নিয়ে প্রায় ২.৫ লক্ষ টাকা ধার দিয়েছেন এবং যখন তিনি ফেরত দেওয়ার দাবি করেছিলেন তখন এই বছরের মে মাস থেকে তাদের মধ্যে সর্বদা ঝগড়া হত। এর আগে পুলিশ তাদের সবার বিরুদ্ধে দুটি পৃথক মামলা (পাল্টা এফআইআর) দায়ের করেছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad