প্রেমিককে ছেড়ে পুরানো স্বামীর কাছে ফিরে যাওয়ায় বিবাহিত মহিলাকে বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় প্রহার
8/12/2022 11:36:00 AM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বারবার স্বামী বদলানো এবং শেষপর্যন্ত বর্তমান প্রেমিককে ছেড়ে পুরানো স্বামীর কাছে ফিরে যাওয়ার অভিযোগে এক বিবাহিতা মহিলার প্রেমিক ও প্রেমিকের বন্ধুরা তাকে প্রকাশ্য রাস্তায় বিবস্ত্র করে প্রচন্ড প্রহার করে, তারপর ওই মহিলা অজ্ঞান হয়ে গেলে তাকে মোটরসাইকেলের পিছনে বেধে টেনে নিয়ে যায়। পুলিশ ওই মহিলার প্রেমিক ও তার বন্ধুদের গ্রেপ্তার করেছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রায়পুরিয়া থানা এলাকার রুপারেল গ্রামে।
জানা গিয়েছে, রূপরেল গ্রামের নির্যাতিতা মহিলার বহু বছর আগে এক ব্যক্তির সঙ্গে প্রথম বিয়ে হয়। বছর সাতেক আগে স্বামীকে ছেড়ে ফের বিয়ে করেন তিনি। দ্বিতীয় বিয়ের পর তার একটি পুত্র সন্তানও হয়। কিন্তু, ৮ মাস আগে, তিনি দ্বিতীয় স্বামীকেও ছেড়ে চলে যান এবং গ্রামের বাসিন্দা মুকেশ কাটারার সঙ্গে লিভ ইন করতে শুরু করেন। এরপর, গতকাল তিনি স্বামীর কাছে ফিরে আসেন। বিষয়টি আরও খারাপ হয় যখন মহিলার প্রেমিক মুকেশ বিষয়টি জানতে পারেন। তিনি রেগে গিয়ে বন্ধুদের নিয়ে ওই মহিলার বাড়িতে ছুটে যান।
তারপর, ওই বিবাহিতা মহিলাকে বিবস্ত্র করে টেনে নিয়ে যায় অভিযুক্ত প্রেমিক। এর পরেও মন ভরেনি, তাঁকে মারধর করতে শুরু করেন। প্রকাশ্য রাস্তায়, এই দৃশ্য দেখে মানুষের ভিড় জমে যায়। অনেকে হস্তক্ষেপ করার চেষ্টা করলেও অভিযুক্ত প্রেমিক মুকেশ তাতে টলেনি। লাগাতার মারধর করার পর মহিলা প্রায় অজ্ঞান হয়ে পড়লে তাঁকে জোর করে বাইকে করে নিয়ে যায় অভিযুক্তরা।

