জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রের আশপাশের এলাকায় একটি "গুরুতর" সমস্যা, তবে কি তেজস্ক্রিয়তা?
8/12/2022 09:27:00 AM
0
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে মস্কো ও ইউক্রেনের যুদ্ধ মানবজাতির কাছে বিপদের ইঙ্গিত। গতকাল জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে সামরিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে লড়াই চলার ফলে একটি "গুরুতর" সমস্যা দেখা দিয়েছে। জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকের পরিচালক বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদকে ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক চুল্লির পরিস্থিতি পরীক্ষা করার দাবি জানান। এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাফায়েল গ্রোসি বলেন, "এটি একটি গুরুতর সময়, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কে যত তাড়াতাড়ি সম্ভব জাপোরিজ্জিয়ায় তার মিশন পরিচালনা করার অনুমতি দেওয়া উচিত।
জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া জাপোরিজ্জিয়া এলাকায় অশান্তির জন্য ইউক্রেনের সৈন্যদের দায়ী করেছেন। নেবেনজিয়া কাউন্সিলকে জানান, "আমরা কিয়েভ সরকারকে সমর্থনকারী রাষ্ট্রগুলিকে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আক্রমণ বন্ধ করতে বাধ্য করার জন্য আহ্বান জানাই।
Tags

