জেলের জালে ধরা পড়লো ১৯ কেজি ওজনের ‘ভোল মাছ'

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বঙ্গোপসাগরে ইলিশ ধরা জালে ধরা পড়ল বিরল প্রজাতির সামুদ্রিক জাবা ভোল মাছ। সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি ১ লাখ ৯০ হাজার টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী মোঃ অলিল খলিফা। যার প্রতি কেজি মূল্য পড়েছে ৯ হাজার ৭৪৩ টাকা। শুক্রবার (১৯ আগস্ট) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের অনুপ কুমারের আড়তে এ মাছটি বিক্রি হয়। এ সময় উৎসুক জনতা ভিড় করেন। গত বুধবার রাতে সাড়ে ১৯ কেজি ওজনের ভোল মাছ ধরা পড়ে বরগুনা জেলার পাথরঘাটা এলাকার মাছ ব্যবসায়ী মাসুমের মাছ ধরা ট্রলারে। মাছ ধরা এফবি আলাউদ্দিন ট্রলারের মাঝি জাফর বলেন, সাগরে আবহাওয়া খারাপ থাকায় ইলিশ জালে ধরা পড়ছে না। তাই বাড়ি ফেরার শেষ মুহূর্তে সাগরে জাল ফেলা হয়। রাতে জাল টানার সময় জাবা ভোল মাছটি পাওয়ায় খুশি হয়েছি। কারণ এই মাছটি দাম অনেক। এমনিতেই ইলিশ পাচ্ছিলাম না। এখন মোটামুটি তেলের খরচটা উঠেছে।
ভোল মাছ ক্রেতা মোঃ অলিল খলিফা বলেন, জাবা ভোল মাছের মণ ৫ লাখ টাকা। সেই হিসাবে সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি ক্রয় করেছি ১ লাখ ৯০ হাজার টাকায়। বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী বলেন, জাবা ভোলা মাছটি খুবই কম পাওয়ায় যায়। মূলত মাছের প্যাটা ও বালিশের কারণে দাম বেশি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad