৩০,০০০ ফুট উচ্চতায় পাইলট অজ্ঞান হয়ে যাওয়ায় ফ্লাইটে আতঙ্ক

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ দেরীতে প্রকাশিত একটি খবরে জানা যায়, ৩০,০০০ ফুট উচ্চতায় পাইলট অজ্ঞান হয়ে যাওয়ার পর একটি ব্রিটিশ বিমানকে গ্রীসে জরুরি অবতরণ করানো হয়। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, জেট-২ ফ্লাইটটি গত ২৩ আগস্ট যুক্তরাজ্য থেকে তুরস্কের দিকে যাচ্ছিল। বিমানটি যখন প্রায় ৩০,০০০ ফুট উচ্চতায়, তখন যাত্রীরা বিমানের সামনের দিকে একটি গোলমাল লক্ষ্য করে। পরে, ক্রু সদস্যরা যাত্রীদের জানান যে পাইলট অজ্ঞান হয়ে পড়েছেন। খবরটা বিমানে ছড়িয়ে পড়ামাত্রই শুরু হয়ে যায় আতঙ্ক। একজন যাত্রী জানিয়েছেন,আমরা লক্ষ্য করেছিলাম যে বিমানের সামনে কিছু একটা ঘটছে। ভেবেছিলাম, কেউ টয়লেটে আহত হয়েছে। পরে যাত্রীদের জানানো হয়, একটি মেডিকেল জরুরি অবস্থার কারণে বিমানটি গ্রীসে অবতরণ করবে। জেট ২-এর এক মুখপাত্র বলেন, "বার্মিংহাম থেকে এন্টালিয়াগামী ফ্লাইট এলএস১২৩৯ মঙ্গলবার (২৩ আগস্ট) সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে থেসালোনিকি বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়, কারণ একজন পাইলট অসুস্থ বোধ করেছিলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad