প্রেমের টানে সীমানা না মেনে ফরিদপুরে আসা ভারতীয় কিশোরী গ্রেফতার

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ বাংলাদেশের ফরিদপুরে প্রেমের টানে আসা এক ভারতীয় কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রেমের টানে পাসপোর্ট ছাড়াই ফরিদপুরে এসেছে পূজা বিশ্বাস (১৬) নামে ভারতীয় এক কিশোরী। পরে তাকে বিয়ের আসর থেকে উদ্ধার করেছে পুলিশ এবং একই সাথে প্রেমিক তন্ময় রাজবংশি (২১) কে ও আটক করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) ওই কিশোরীকে ফরিদপুর আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। 

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা) সার্কেল সুমন কর সংবাদমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন। এই কিশোরী কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকার সুনীল দাসের মেয়ে। সে শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় ফরিদপুরের বোয়ালমারীতে আসে। জানা যায় , ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবাহা গ্রামের তন্ময় রজবংশি ফেসবুকে ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায় ওই কিশোরীকে তিনি পাসপোর্ট-ভিসা ছাড়াই বোয়ালমারীতে নিয়ে আসেন। পরে তাকে পোয়াইল গ্রামে তন্ময় রাজবংশির ভগ্নিপতি গোপাল রাজবংশির বাড়িতে রাখেন। এর পর খবর পেয়ে শুক্রবার রাত ১১টার দিকে তাদের বিয়ের আসর থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ সময় তন্ময়কে আটক করা হয়। 

এদিকে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ার পাশাপাশি তার কোনো পাসপোর্ট কিংবা ভিসা ছিল না। তাকে ফুঁসলিয়ে দেশে এনেছে তন্ময় রাজবংশি। কেন তিনি এই কাজটি করলেন তা জানতে তন্ময়কে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। এছাড়া ওই কিশোরীকে আদালতের মাধ্যমে কিশোরী সংশোধন কারাগারে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad