ভয়েস ৯, নিউজ ডেস্কঃ দুটি গাড়ি বোমা ও এলোপাথাড়ি গুলির সাহায্যে সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি নামী হোটেলে গভীর রাতে আক্রমণ চালালো একটি সন্ত্রাসবাদী সংগঠন। এই আক্রমণে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে যুক্ত আল-শাবাব গোষ্ঠী সোমালিয়া হামলার দায় স্বীকার করেছে। নতুন রাষ্ট্রপতি হাসান শেখ মোহামুদের সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালানোর হুমকি দেওয়ার কয়েক সপ্তাহ পর এই আক্রমণ চালালো সন্ত্রাসবাদীরা।
জানা গেছে, সন্ত্রাসীরা এখনও হায়াত হোটেলে লুকিয়ে আছে। নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে তীব্র এনকাউন্টার চলছে। নিরাপত্তা আধিকারিক আব্দুকাদির হাসান জানান, হায়াত হোটেলে হামলার পর নিরাপত্তা বাহিনী ও জঙ্গি গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। তারা এখনও হোটেলের ভিতরে লুকিয়ে আছে।
সোমালিয়া গার্ডিয়ান পত্রিকা জানাচ্ছে, সশস্ত্র ব্যক্তিরা কেএম ৪ জংশনে শহরের অপরাধ তদন্ত বিভাগের সদর দফতরের কাছে হায়াত হোটেলে প্রবেশ করে। তারপর সেই কমপ্লেক্সে বিস্ফোরণ ঘটায়।
ছবি সৌজন্যঃ সোমালিয়া গার্ডিয়ান