রাজৌরি সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, নিহত ৩ সেনা, ২ সন্ত্রাসবাদী, চলছে তল্লাশি অভিযান

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গভীর রাতে রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দারহাল সেক্টরের পারগল এলাকায় একটি সেনা ক্যাম্পে জঙ্গিরা হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। এই হামলায় তিন সেনা জওয়ান নিহত ও আরও দু'জন আহত হয়েছেন। এই আত্মঘাতী হামলায় জড়িত দুই জঙ্গিই পাল্টা গুলিতে সেনার গুলিতে নিহত হয়েছে। জঙ্গী হামলায় আহত সেনা সদস্যদের মধ্যে একজন আধিকারিকও রয়েছেন। তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

জানা গেছে, ১৬ কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনজিন্দর সিং ক্রমাগত পরিস্থিতির উপর নজর রাখছেন। এলাকায় আরও সন্ত্রাসবাদীর উপস্থিতির সম্ভাবনা থাকায় ক্যাম্পের আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ও এসওজি কর্মীরা। সেনা ছাউনিতে জঙ্গি হামলার বিষয়টি নিশ্চিত করে এডিজিপি জম্মু মুকেশ সিং জানিয়েছেন, রাতের অন্ধকারে রাজৌরি জেলা থেকে ২৫ কিলোমিটার দূরে নিয়ন্ত্রণরেখা বরাবর দারহাল সেক্টরের পারগল এলাকায় অবস্থিত সেনা ছাউনির সীমানায় ঢোকার সঙ্গে সঙ্গেই সেনাদের উপর নির্বিচারে গুলি চালানো শুরু হয়। এই হামলায় গুরুতর আহত হন ৫ জওয়ান। এনকাউন্টারের জায়গা থেকে আহত সেনাদের সরিয়ে নিয়ে গিয়ে অন্য সেনারা জঙ্গীদের উপর পাল্টা গুলি চালাতে শুরু করে। সেখানে জঙ্গীকে হত্যা করা হয়। এদিকে, আহত সেনাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা ৩ জন সেনাকে শহীদ ঘোষণা করেন। আহত আরও দুই সেনা চিকিৎসাধীন রয়েছেন।
প্রতীকি চিত্র

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad