সিবিআই এ হাজিরা এড়িয়ে চিনার পার্কের ফ্ল্যাটে ফিরে গেলেন অনুব্রত

ভয়েস ৯, কলকাতাঃ যা ভাবা হয়েছিল, সেরকমই ঘটলো। প্রথমে এস এস কে এম। চিনার পার্কের ফ্ল্যাটে ফিরে গেলেন অনুব্রত। এস এস কে এম সাফ জানিয়ে দিল অনুব্রতকে ভর্তি করার কোনো প্রয়োজন নেই। এদিন বেলা সাড়ে ১২ টা নাগাদ অনুব্রত হাসপাতালে আসেন। তার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর হাসপাতালের পক্ষ থেকে তার বেশ কিছু শারীরিক পরিক্ষা করা হয়। কেননা তিনি বলেছিলেন তার বুকে ব্যাথা হচ্ছে। কিন্তু, চিকিৎকরা ভালোভাবে পরিক্ষা করার পর জানিয়ে দেন, তার যে যে সমস্যা হচ্ছে, তা জটিল নয়। ফলে তার হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই। যেহেতু আজই অনুব্রতকে হাসপাতালে আসতে বলা হয়নি, অথচ সিবিআই এ হাজিরার দিনই তিনি এস এস কে এম এ এসেছেন, তাই চিকিৎকরাও একটু সমস্যায় পড়ে যান। কারন, নেতাদের সিবিআই ডাকলেই তারা সোজা এস এস কে এম তে চলে যান, এরকমই একটা ইঙ্গিত বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ও দিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী তাঁর লিখিত পর্যবেক্ষণে বলেছিলেন, ‘যখনই সাম্প্রতিক কালে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের গ্রেফতার করা হয়েছে অথবা তদন্তকারী আধিকারিক বা সংস্থার সামনে হাজিরা দিতে বলা হয়েছে, তাঁরা তখনই এসএসকেএম হাসপাতালের আশ্রয় নিয়েছেন’।তাই চিকিৎকরা এবারে একটু সতর্ক ছিলেন। জানা গেছে, এরপর তারা একটা বোর্ড মিটিংও করেন। এদিকে আজ সিবিআই এর পক্ষ থেকে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে, সেখানে অনুব্রতর প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad