নেতাজী সুভাষ ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রাদেশিক যুব সম্মেলন করেছিলেন উত্তরপ্রদেশের মাকুর গ্রামে, আজও সেখানে হয়নি স্মৃতিসৌধ

১৯৩৯ সালের ১৬, ১৭ ও ১৮ মে নেতাজির ডাকে ব্রিটিশ শাসনের অত্যাচারের বিরুদ্ধে প্রথম প্রাদেশিক যুব সম্মেলনের আয়োজন করা হয়েছিল উত্তরপ্রদেশের উন্নাও এর কাছে এক গ্রাম মাকুরে। নেতাজী তিন দিন এই গ্রামে থাকেন। হাজার হাজার মানুষের ভিড় জমেছিল। মাকুর সহ আশপাশের এলাকার মানুষ সম্মেলনে উপস্থিত মানুষদের জন্য খাবার থেকে রাত্রিকালীন বিশ্রামের ব্যবস্থা করেছিলেন। সমস্ত এলাকা থেকে অনুদান সংগ্রহ করা হয়েছিল এবং রান্নার দায়িত্ব নিয়েছিলেন মাকুর গ্রামের মহিলারা, গ্রামের শিবমন্দিরের কাছে পঞ্চায়েত ঘর নেতাজির বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত হতো। মাকুর গ্রামের সাত জন স্বাধীনতা সংগ্রামীর মধ্যে ছিলেন মুন্সি ব্রিজলাল, মুন্সি রামগুলাম, রামগুলাম ভজানি, জগনায়ক, জুরাখান, রাম স্বরূপ যাদব এবং ব্রজলাল। কিন্তু আজ পর্যন্ত এই গ্রামে যোদ্ধাদের স্মরণে কোনও স্মৃতিসৌধ নির্মিত হয়নি। যার জেরে ক্ষোভ তৈরি হয়েছে আঞ্চলিক মানুষের মধ্যে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad