তারকেশ্বরঃ অনলাইন শপিং সাইটে অর্ডার না দেওয়া সত্বেও ‘অর্ডার’ গছিয়ে দেওয়ার চক্র?

নিজস্ব প্রতিনিধিঃ আপনি হয়তো কোনো শপিং সাইট থেকে দীর্ঘদিন ধরে কেনাকাটা করছেন। কোনো না কোনো ডেলিভারি বয় আপনার বাড়ি এসে আপনার অর্ডার করা জিনিষ দিয়ে যাচ্ছে। হয়তো ক্যাশ অন ডেলিভারি। আপনি মাল নিয়ে তার হাতে টাকা দিচ্ছেন। এ পর্যন্ত কোনো অসুবিধা নেই। কিন্তু হঠাত একদিন দেখলেন, এক ডেলিভারি বয় এসে আপনাকে ফোন করলো যে আপনার অর্ডার করা মাল নিয়ে যান। আপনি অবাক হয়ে গেলেন, কেননা আপনি আদৌ কোনো অর্ডার দেননি। ডেলিভারি বয়কে আপনি জানালেন, দেখালেন সেই অন-লাইন-সাইটে আপনার লাস্ট অর্ডার কতদিন আগে দিয়েছেন, এমনকি আপনি সেই কোম্পানীর সঙ্গে যোগাযোগ করলেন, যে কোম্পানীর মাল দিতে এসেছে ওই ডেলিভারি বয়। 

কমপ্লেন করলেন। কিছুদিন পর আবার অন্য এক ‘বয়’ আবার অর্ডার নিয়ে হাজির। ঠিক এই ধরণের বেশ কিছু ঘটনা ঘটেছে হুগলি জেলার তারকেশ্বরে। আর যে অর্ডার ওই ডেলিভারি বয়েরা নিয়ে আসছে, সব ‘ক্যাশ-অন-ডেলিভারি’। শুধু তাই নয়, যে টাকা এরা চাইছে সেটাও অনেক বেশি। প্রথমতঃ কেউ অর্ডার না দেওয়া সত্বেও তাকে গছানোর চেষ্টা হচ্ছে, দ্বিতীয়তঃ তাকে জোরজবরদস্তি বলা হচ্ছে যে তিনিই অর্ডার দিয়েছেন। এই ধরণের হ্যারাসমেন্ট নিয়ে অনেকেই তাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। তারকেশ্বরে এই ধরণের ঘটনা পর পর ঘটায় তারা এর পর সাইবার পুলিশের দ্বারস্থ হতে পারেন বলে জানিয়েছেন তারা। ভয়েস ৯ এই ব্যাপারে সংশ্লিস্ট কোম্পানীর সঙ্গে যোগাযোগ করে। তাদের পক্ষ থেকে জানানো হয়, এ ব্যাপারে তাদের কোনো ভূমিকা নেই। 

একশ্রেণির কিছু অসাধু ব্যবসায়ী গ্রাহকদের নাম, ঠিকানা যোগাড় করে তাদের নামে েই সমস্ত পার্শেল পাঠায়। বাড়িতে শিক্ষিত মানুষ না থাকলে সহজেই এদের পাতা ফাঁদে পা দেয়। জানা গেছে, এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের সঙ্গে বাইরের রাজ্যের নেটওয়ার্ক রয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad