পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে দলের জন্য অনুদান সংগ্রহ বন্ধ করতে চলেছে তৃণমূল

ভয়েস ৯, কলকাতাঃ দলের বিভিন্ন পদ ও মন্ত্রীত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর এবার সাসপেন্ড হওয়া বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে দলের জন্য অনুদান সংগ্রহ বন্ধ করতে চলেছে তৃণমূল। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি লিখে জানানো হবে তাঁর অ্যাকাউন্ট থেকে অনুদানের টাকা যেন আর না কাটা হয়। তৃণমূলে সব বিধায়কের কাছ থেকে প্রতি মাসে ১০০০ টাকা করে নেওয়ার প্রথা চালু হয়েছে। ২০২১ সালে রাজ্যে তৃতীয়বার ক্ষমতা দখলের পর বিধায়কদের দলীয় তহবিলে অনুদানের পরিমাণ বাড়িয়ে দু'হাজার টাকা করা হয়েছে। তৃণমূলের সব বিধায়কের মতো পার্থর অ্যাকাউন্ট থেকেও দু'হাজার টাকা আদায় করা হয়। সংসদীয় বোর্ডের হাতে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পরিচালনা করতেন পার্থ নিজেই (প্রাক্তন সংসদীয় মন্ত্রী)। তবে আপাতত তা দেখভাল করছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad