পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার বিরোধিতা করে মামলা দায়ের
11:14:00 AM
0
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের ৪৩ হাজার পুজো কমিটিগুলিকে কমিটি পিছু ৬০ হাজার টাকা এককালীন অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। একইসঙ্গে বিদ্যুৎ বিলে ৬০ % ছাড় দেওয়ার কথাও জানান। অথচ, রাজ্য সরকার অর্থনৈতিক কারণে, রাজ্যের সরকারী কর্মী দের ডি এ দিতে পারছে না। এরকম পরিস্থিতিতে পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার বিরোধিতা করে মামলা দায়ের করা হলো কলকাতা হাই-কোর্টে। প্রধান বিচারপতি এই মামলার দ্রুত শুনানীর আশ্বাস দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। শুক্রবার এই মামলার শুনানী হবে বলে জানা গেছে। সেদিন আদালত এ ব্যাপারে তার দৃষ্টিভঙ্গী জানাবে।