গণ-আত্মহত্যা বা গণহত্যা ? জম্মুতে রহস্যজনকভাবে এক পরিবারের ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ সকালে একটি পরিবারের ছয় সদস্যকে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছেন। জম্মুর উপকণ্ঠে সিধরা আবাসিক কলোনিতে অবস্থিত দুটি পৃথক বাড়ি থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়। সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) চন্দন কোহলি বলেন, "মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য সরকারি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি বিষক্রিয়ার ঘটনা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি গণ-আত্মহত্যা বা গণহত্যার ঘটনা হতে পারে। তিনি জানান, এসপি, রুরাল সঞ্জয় শর্মার নেতৃত্বে এসডিপিও নাগরোটা, প্রদীপ কুমার, ইন্সপেক্টর বিশভ প্রতাপ এবং সাব-ইন্সপেক্টর মজিদ হুসেনকে নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। কোহলি বলেন, গতকাল রাত ১০টার দিকে শ্রীনগরের বারজুল্লার শাহজাদা নামে এক মহিলার কাছ থেকে পুলিশ একটি ফোন পায়। তিনি সন্দেহ করেছিলেন যে তার ভাই নূর উল হাবিব আত্মহত্যা করেছেন কারণ তিনি তার ফোন তুলছেন না। খবর পেয়ে সিধরা পুলিশ ফাঁড়ি ও নাগরোটা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়, সেখানে তারা দেখতে পায় যে বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পুলিশের দলটি দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চারটি মৃতদেহ পড়ে থাকতে দেখে। ঘটনাস্থলে ফরেনসিক ল্যাবরেটরি এবং ক্রাইম ব্রাঞ্চের দল ডাকা হয়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, লাশগুলো নূর উল হাবিব, সাকিনা বেগম, সাজ্জাদ আহমেদ ও নাসিমা আক্তারের। পুলিশের দলটি কাছাকাছি অবস্থিত আরও একটি বাড়ির কথা জানতে পারে যেখান থেকে আর একটি ম্রৃতদেহ পাওয়া যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad