এ ছাড়া নগরের জেএম সেন হলে ১৯ আগস্ট সকাল ৯টায় ঐতিহাসিক মহাশোভাযাত্রার উদ্বোধন করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রাত ১২টায় জন্মাষ্টমী পূজা অনুষ্ঠিত হবে। ২০ ও ২১ আগস্ট অনুষ্ঠিত হবে অহোরাত্র ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ। প্রতিদিন দুপুর ও রাতে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে ব্রাহ্মমুহূর্তে মহানামযজ্ঞের পূর্ণাহুতি।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী বক্তব্য দেন।
স্বাগত বক্তব্য দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। এ সময় উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাস, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন দুলাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক লায়ন শংকর সেনগুপ্ত, মহাশোভাযাত্রা কমিটির আহ্বায়ক মাইকেল দে প্রমুখ।