বাংলাদেশে শ্রীকৃষ্ণের মহা জন্মোৎসব উদযাপন

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির আয়োজনে ১৮ থেকে ২২ আগস্ট পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মের প্রাণপুরুষ যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উৎসব দেশব্যাপী উদযাপিত হবে। দিনটির সবচেয়ে বড় আকর্ষণ ঐতিহাসিক জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা ১৯ আগস্ট সকাল ৯টায় বের করা হবে। এ ছাড়া জন্মাষ্টমী উৎসব উপলক্ষে কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম নগরের জেএম সেন হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুকুমার চৌধুরী জানান, পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ১৮ আগস্ট বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এতে উদ্বোধক থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

এ ছাড়া নগরের জেএম সেন হলে ১৯ আগস্ট সকাল ৯টায় ঐতিহাসিক মহাশোভাযাত্রার উদ্বোধন করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রাত ১২টায় জন্মাষ্টমী পূজা অনুষ্ঠিত হবে। ২০ ও ২১ আগস্ট অনুষ্ঠিত হবে অহোরাত্র ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ। প্রতিদিন দুপুর ও রাতে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে ব্রাহ্মমুহূর্তে মহানামযজ্ঞের পূর্ণাহুতি। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী বক্তব্য দেন। 

স্বাগত বক্তব্য দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। এ সময় উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাস, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন দুলাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক লায়ন শংকর সেনগুপ্ত, মহাশোভাযাত্রা কমিটির আহ্বায়ক মাইকেল দে প্রমুখ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad