ভক্তি আর আড়ম্বরের সঙ্গে আজ দেশ জুড়ে আজ পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমীর মহোৎসব

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ভক্তি আর আড়ম্বরের সঙ্গে আজ দেশ জুড়ে আজ পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমীর মহোৎসব। সকাল থেকেই সারা দেশের মন্দিরগুলিতে ভিড় জমিয়েছেন শ্রীকৃষ্ণের ভক্তরা। তবে বহু জায়গায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই পালিত হয়েছে জন্মাষ্টমীর পবিত্র উৎসব। প্রসঙ্গত, রাখীবন্ধনের মতো এবছরও জন্মাষ্টমীর তারিখ নিয়ে মানুষের মধ্যে ছিল চরম বিভ্রান্তি। কেউ কেউ মনে করেন, জন্মাষ্টমী ছিল বৃহস্পতিবার, আবার কেউ কেউ মনে করেন, এ বছর জন্মাষ্টমীর উৎসব আজ অর্থাৎ ২০২২ সালের ১৯ আগস্ট। 

মথুরা, বৃন্দাবন, দ্বারকাধীশ মন্দির এবং বাঁকে বিহারি মন্দিরে আজ জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। অষ্টমী তিথি এবং রোহিনী নক্ষত্রের মধ্যরাতে ভাদোন মাসে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এ কারণে প্রতি বছর রাতে শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী পালিত হয়। অষ্টমী তিথি শুরু হচ্ছে ১৮ আগস্ট রাত ৯টা ২১ মিনিটে, যা শেষ হবে ১৯ আগস্ট রাত ১০টা ৫৯ মিনিটে। আজ ভাদ্রপদ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির ক্রমবর্ধমান তারিখ। 

পঞ্চাঙ্গ মতে, এ বছর জন্মাষ্টমীতে ৮ ধরনের শুভ যোগ তৈরি হচ্ছে। এই ৮টি শুভ যোগ হল মহালক্ষ্মী, বুধাদিত্য, ধ্রুব, ছত্র, কুলদীপক, ভারতী, হর্ষ ও সতকীর্তি যোগ, যা উপাসনার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে, শ্রীকৃষ্ণের জন্মের পর ৫২৪৮ বছর অতিবাহিত হয়েছে। এই বছর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মবার্ষিকী। ধর্মীয় বিশ্বাস অনুসারে, কৃষ্ণ জন্মাষ্টমীর দিন উপবাস করা এবং সত্য হৃদয় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা তাদের শীঘ্রই খুশি করে এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করে। শ্রীকৃষ্ণের কৃপায় নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করেন। ভক্তরা প্রতিটি কাজে সাফল্য পান এবং তাদের বাড়ির পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad