১০০ দিনের কাজে ‘ভূয়ো টাকা’ উদ্ধারে সক্রিয় রাজ্য সরকার, নেওয়া হবে কড়া ব্যবস্থা

রজত সেন, কলকাতাঃ মহাত্মা গান্ধী ন্যাশানাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কীম অর্থাৎ সোজা কথায় ১০০ দিনের কাজে পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলির ‘অবস্থা ভয়াবহ’ বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, এই একশো দিনের কাজে ‘ভূয়ো টাকা’ উদ্ধারে সক্রিয় হয়ে উঠেছে রাজ্য প্রশাসন। অগস্ট মাসের গত ২৩ তারিখে এক নির্দেশিকা জারি করে রাজ্য পঞ্চায়েত দপ্তর জানিয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পে সোশ্যাল অডিট করিয়ে কত টাকা উদ্ধার হয়েছে তার রিপোর্ট জমা দিতে হবে। আর ১৬ সেপ্টেম্বরের মধ্যে সেই রিপোর্ট পাঠাতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, যারা এই কান্ডের সঙ্গে যুক্ত আছে বলে প্রমানিত হবে, সে সাধারণ মানুষ হোক বা সরকারি আধিকারিক হোক, তার বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকদের এই বার্তা দেওয়া হয়েছে। পঞ্চায়েত দফতরের কমিশনারের তরফে জেলাশাসকদের বলা হয়েছে সোশ্যাল অডিট রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বেআইনিভাবে খরচ হওয়া টাকা এক সপ্তাহের মধ্যে উদ্ধার করতে হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad