বিজ্ঞাপনঃ GNM, HNM ও BSC নার্সিং এ ভর্তি চলছে। তাড়াতাড়ি যোগাযোগ করুন, তারকেশ্বর সেবা প্রতিষ্ঠান

যারা GNM, BSC বা HNM কোর্সে ভর্তি হতে চান, তাদের অবিলম্বে যোগাযোগ করার জন্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। যোগাযোগের ফোন নম্বরঃ ৯৭৭৫৭৯৫৬৫০/৯৮০০৫৯২৫৩৩
অনেকেই চান মানুষের সেবা করতে, সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে থাকতে। কেউ কেউ চান আন্তর্জাতিক রেড ক্রসএ যোগ দিয়ে বিশ্বময় মানুষের সেবা করতে। কেউ বা চান সেবার সঙ্গে সঙ্গে নিজের উজ্জ্বল ভবিষ্যত গড়তে। এ সবই সম্ভব যদি আপনি উচ্চমাধ্যমিকের পর নার্সিং পড়তে পারেন। তা ছাড়া কোনও সরকারী হাসপাতালে যদি ভবিষ্যতে এই চাকরি জুটিয়ে নিতে পারেন, তাহলে যাবতীয় সরকারী সুযোগ সুবিধাও আপনার মুঠোয়। এছাড়া যোগ দিতে পারেন বিভিন্ন বেসরকারী হাসপাতাল কিংবা নানা সেবা প্রতিষ্ঠানে। আপনার স্কুলের পড়াশুনো শেষ করার পর যখন কোনো বিষয় নিয়ে পড়বেন বলে ভাবছেন, ঠিক তখনই আপনার জন্য রয়েছে নার্সিংকে ভবিষ্যত পেশা হিসেবে বেছে সেটা নিয়ে পড়াশুনো শুরু করার সুবর্ণ সুযোগ। কীভাবে? আসুন জেনে নেওয়া যাক। 
এক নজরে একজন নার্স 

 সাধারণ পদবী: নার্স বিভাগ: স্বাস্থ্য ও চিকিৎসা প্রতিষ্ঠানের ধরন: সরকারি, বেসরকারি, প্রাইভেট ফার্ম ক্যারিয়ারের ধরন: ফুল-টাইম, পার্ট-টাইম লেভেল: এন্ট্রি, মিড এন্ট্রি লেভেলে অভিজ্ঞতা সীমা: ০ – ২ বছর এন্ট্রি লেভেলে সম্ভাব্য গড় বেতন: ৳৮,০০০ – ৳১৪,০০০ এন্ট্রি লেভেলে সম্ভাব্য বয়স সীমা: ২০ – ২৫ বছর মূল স্কিল: ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে রোগীকে চিকিৎসা সেবা দেয়া, চিকিৎসার জন্য ব্যবহৃত যন্ত্রপাতির প্রাথমিক ব্যবহার জানা বিশেষ স্কিল: সেবার মানসিকতা থাকা, ধৈর্য, গভীর মনোযোগ, যোগাযোগের দক্ষতা 

 একজন নার্স কোথায় কাজ করেন? 

 • সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে; • বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে; • আইনশৃঙ্খলা ও সামরিক বাহিনীর চিকিৎসা বিভাগে; • ব্যক্তিগত ক্লিনিকে। তারকেশ্বর সেবা প্রতিষ্ঠান (তারকেশ্বর স্টেশনের কাছে) এ প্রতিবছরের মতো এ বছরের নার্সিং কোর্সের শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। যারা GNM, BSC বা HNM কোর্সে ভর্তি হতে চান, তাদের অবিলম্বে যোগাযোগ করার জন্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। যোগাযোগের ফোন নম্বরঃ ৯৭৭৫৭৯৫৬৫০/৯৮০০৫৯২৫৩৩
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad