আরামবাগ থেকে রামপুরহাট যাবার পথে বাস-অটোর সংঘর্ষে মৃত ৯ , প্রধানমন্ত্রীর ক্ষতিপূরণ ঘোষণা

নিজস্ব প্রতিনিধিঃ রামপুরহাট থেকে আরামবাগ যাবার পথে বাস-অটোর সংঘর্ষে মৃত ৯। দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের বাসটি আরামবাগ থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় একটি অটোকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের কাছে। যাঁরা মারা গিয়েছেন, তাঁরা পার্কান্ডি গ্রামের। পুলিশ জানিয়েছে, অটোতে থাকা শ্রমিকরা ধান রোপণ করতে গিয়েছিলেন এবং তাদের গ্রামে ফিরছিলেন। মৃতদের মধ্যে ৩ জন মহিলা বলেও জানা গিয়েছে। বীরভূমের জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, আট জন মহিলা থ্রি-হুইলারের যাত্রী এবং বাকি একজন অটোচালক।, ঘটনার পর স্থানীয়রা ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেন। খবর পাওয়া মাত্রই পুলিশও ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। স্থানীয়দের দাবি, দক্ষিণবঙ্গ ন্যাশনাল ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। অটোটি অন্য দিক থেকে আসছিল। এতে ঘটনাস্থলেই অটোর সকল আরোহীর মৃত্যু হয়। অটোচালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং প্রতিটি মৃত ব্যক্তির নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি ব্যথিত। আহতদের নিয়ে প্রার্থনা। পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে দেওয়া হবে এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে," টুইট করেছে প্রধানমন্ত্রীর দফতর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad