নিজের ৪ টি শাবকের সঙ্গে মৃত বোনের ৩ টি শাবকের দায়িত্ব নিল এক বাঘিনী

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ যা এখন মনুষ্য সমাজে বিরল, সেই ঘটনা ঘটলো বনের অভ্যন্তরে, না-মানুষদের সমাজে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্ একটি টুইটারে জানিয়েছেন, জঙ্গলের এক বিরলতম ঘটনা। তিনি বলেছেন,নয় মাস বয়সী চারটি শাবককে অনাথ অবস্থায় ফেলে রেখে তাদের মা মারা যায়। শাবকগুলি অনাথ অবস্থায় জঙ্গলের মধ্যেই থাকতো। খাবার দুধও পেত না। এইসময় একটি পূর্ণবয়স্ক বাঘ ওই অনাথ শাবকদের একটাকে মেরে খেয়ে নেয়। সবটাই দেখেছিল মৃত বাঘিনীর বোন। সে তখন থেকেই ওই শাবকগুলিকে নিজের কাছে টেনে নেয়। ওই বাঘিনীর ৪ টি শাবকের সঙ্গেই তাদের মানুষ করতে থাকে। সুশান্ত বলেছেন, এটা বনের একটি বিরল ঘটনা। বাঘিনী তার মৃত বোনের ৩টি শাবক এবং তার নিজের ৪টি শাবকের দেখাশোনা করতে থাকে। এমনকি তার বোনের শাবকদের শিকার করার সময় অগ্রাধিকার দেয়। কমেন্ট সেকশনে তিনি আরও বলেন, ওই বাঘিনী সেই মা মরা শাবকদের জঙ্গল জীবনের কঠিন উপায়গুলি শেখায়। মঙ্গলবার নন্দার শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে সাতটি বাঘ একটি মৃত প্রাণীর চারপাশে দাঁড়িয়ে আছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad