বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় দুটি ভারতীয় ট্রলারসহ ৩১ ভারতীয় জেলে গ্রেফতার

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের জলসীমা থেকে ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। আটক ভারতীয় জেলেদের বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে আনা হয়। এর আগে বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী সমুদ্রের পশ্চিম আইএমবিএল হতে ৭৭ নটিক্যাল মাইল অদূরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করা এফভি মঙ্গল চান্দী-২৫ এবং এফভি মঙ্গল চান্দী-৩ নামক ফিশিং বোটের জেলেদের আটক ও বোট দুইটি জব্দ করে। জব্দকৃত ট্রলার এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রউফ। তিনি বলেন, বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার দায়ে ৩১ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত দুটি ট্রলার জব্দ করা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad